রাজধানীর নীলক্ষেতে বইয়ের মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে

|

রাজধানীর নীলক্ষেতে বইয়ের মার্কেটে লাগা আগুন ফয়ার সার্ভিসের দশটি ইউনিটের প্রায় ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত পৌনে আটটার দিকে নীলক্ষেতের বাকুশা মার্কেটে আগুন লাগে। রাত আটটা পঞ্চাশের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। একটি দোকান থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা যায়।

আগুনের কারণে বন্ধ রয়েছে নীলক্ষেতের সামনের সড়ক। তীব্র যানজটের সৃষ্টি হয়েছে আশেপাশের এলাকাগুলোতে। এলাকাটিতে বিদ্যুৎ সংযোগও বন্ধ রয়েছে।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply