৩৬৫ দিনই নারীদের সেবা প্রদানে ডিএনসিসি প্রতিশ্রুতিবদ্ধ: মেয়র আতিক

|

মো. আতিকুল ইসলাম। ফাইল ছবি

শুধু নারী দিবসে নয়, বছরের ৩৬৫ দিনই নারীদের সম্মান ও সেবা প্রদানে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রতিশ্রুতিবদ্ধ। এমন মন্তব্য করেছেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।

মঙ্গলবার (৮ মার্চ) সকালে নগর ভবনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ডিএনসিসি ও দ্যা কার্টার সেন্টারের যৌথ আয়োজনে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

মেয়র আতিক বলেন, একটি দেশ ও জাতির উন্নয়নে নারীদের কোনো বিকল্প নেই। আজকের নারীরা আর পিছিয়ে নেই, নারীরা তাদের অধিকার আদায় করে নিতে শিখেছে।

আরও পড়ুন: আগামী নির্বাচন বর্তমান সরকারের অধীনেই হবে: হানিফ

মেয়র আরও বলেন, ডিএনসিসি এলাকায় নতুন প্রতিটি শপিং সেন্টারে ব্রেস্টফিডিং সেন্টার ও ডে-কেয়ার সেন্টারের ব্যবস্থা থাকতে হবে। হয়রানির শিকার হলে সরাসরি অভিযোগ দিতে না পরলেও ঢাকা অ্যাপসে অভিযোগ জানালে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বক্তৃতা শেষে আতিকুল ইসলাম ‘ইনফর্ম ওমেন, ট্রান্সফর্ম লাইভস ক্যাম্পেইন’-এর উদ্বোধন করেন।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply