
বরগুনায় এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বরগুনা প্রতিনিধি:
বরগুনা শহরের সরকারি কলেজ সংলগ্ন গ্রিন রোডের একটি বাসা থেকে এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে শিক্ষার্থীর ভাড়াটিয়া বাসার ভেতর থেকে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করে বরগুনা থানা পুলিশ। শিক্ষার্থীর নাম জেরিন আক্তার। তিনি বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের নাপিতখালী এলাকার বাসিন্দা দুবাই প্রবাসী জলিল মৃধার মেয়ে।
জেরিনের মা পিয়ারা বেগম জানান, তিনি মেয়েকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। বৃহস্পতিবার রাতে তার এক আত্মীয় অসুস্থ হয়ে পড়লে জেরিনকে বাসায় রেখে তিনি ওই আত্মীয়কে দেখতে যান। রাতে জেরিন একাই বাসায় ছিল। শুক্রবার সকালে প্রতিবেশীদের মাধ্যমে মাধ্যমে জানতে পারেন জেরিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বরগুনা সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. মাইনুল ইসলাম জানান, স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে খবর শুনে ঘটনাস্থলে এসে ওই শিক্ষার্থীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে তার মরদেহ উদ্ধার করা হয়। আত্মহত্যার সময় জেরিনের মোবাইল ফোনটি বিপরীত দিকের একটি ফ্রিজের উপরে এমনভাবে রাখা ছিল তা দেখে আমাদের মনে হচ্ছে কাউকে ভিডিও কলে রেখে জেরিন আত্মহত্যা করেছেন। আমরা বিষয়টি তদন্ত করছি ঠিক কী কারণে জেরিন আত্মহত্যা করেছে।
পুলিশ ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ইউএইচ/



Leave a reply