
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান।
জনগণের প্রতি কোনো দায় নেই বলেই, নাগালের বাইরে যাওয়ার পরও নিত্যপণ্যের দাম কমাতে কার্যকরী পদক্ষেপ নিতে পারছে না সরকার। এমন অভিযোগ করে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেছেন, ক্ষমতাসীনদের স্বেচ্ছাচারিতায় অতিষ্ট হয়ে গেছে সাধারণ মানুষ।
নিত্যপণ্যের দাম বাড়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বিএনপি। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১২ মার্চ) দুপুরে রাজধানীর বনানী কাঁচাবাজার এলাকায় লিফলেট বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা। এ সময় সদস্য সচিব আমিনুল হকসহ স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। অবিলম্বে নিত্যপণ্যের দাম কমানোর দাবি জানান বিএনপি নেতারা।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, আমরা বলেছি জনগণের স্বার্থে, জনগণের প্রয়োজনে জনগণের পাশে দাঁড়ানোর জন্যে বিএনপি রাস্তায় রয়েছে। জনগণের জন্য বিএনপি রাস্তায় থাকবে। সর্বোপরি, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যে, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যে এবং জনগণের সরকার প্রতিষ্ঠার জন্যে বিএনপি রাস্তায় আছে এবং থাকবে।
আরও পড়ুন: গণফোরামের কাউন্সিল ঘিরে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত
এম ই/



Leave a reply