কলম্বোর কারফিউ প্রত্যাহার, আটক ৫৪

|

প্রত্যাহার করা হয়েছে কলম্বোর কারফিউ

তুলে নেয়া হয়েছে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বাসভবনে অগ্নীসংযোগের চেষ্টার জেরে কলম্বোতে জারি করা করাফিউ। বিক্ষোভে অংশ নেয়ার অভিযোগে দেশটির পুলিশ গ্রেফতার করেছে ৫৪ জন বিক্ষোভকারীকে। খবর রয়টার্সের।

শুক্রবার (১ এপ্রিল) প্রকাশিত এর প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, শুক্রবার ভোরে কারফিউ প্রত্যাহার করা হয়। এর আগে, বৃহস্পতিবার (৩১ মার্চ) রাতে বিক্ষোভকারীরা সেনাবাহিনীর একটি বাস, জিপ, থ্রি-হুইলার, দুটি ট্রাফিক মোটরসাইকেলসহ বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এসব বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে ৫৪ জনকে আটক করা হয় বলে জানান তিনি। 

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে দেশটির সাম্প্রতিক অর্থনৈতিক বিপর্যয়ের জন্য ক্ষমতাসীন সরকারকে দায়ী করে কলম্বোর প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকশের ব্যক্তিগত বাসভবনের বাইরে বিক্ষোভ প্রদর্শন করে কয়েকশ মানুষ। এরপর রাতেই কলম্বো উত্তর, দক্ষিণ, কলম্বো সেন্ট্রাল, নুগেগোদা, মাউন্ট লাভিনিয়া এবং কেলানিয়া এলাকায় কারফিউ জারি করা হয়।

বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবনে হামলার চেষ্টা করলে পুলিশের সাথে সংঘর্ষ বেঁধে যায়। শেষ পর্যন্ত টিয়ার শেল আর জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply