
শ্রীলঙ্কায় জরুরি অবস্থা তুলে নেয়ার পর সরকারবিরোধী বিক্ষোভ হচ্ছে বিভিন্ন স্থানে। প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে রাজধানীজুড়ে চলছে এ বিক্ষোভ।
বুধবার (৬ এপ্রিল) রাজধানী কলম্বোর সড়কে নেমে আসে কয়েকশ শিক্ষার্থী। ইন্ডিপেন্ডেন্স স্কয়ারের সামনে জড়ো হয়ে রাজাপাকসে সরকারের বিরুদ্ধে শ্লোগান দেন তারা। তীব্র ক্ষোভ জানান চলমান অর্থনৈতিক সংকট নিয়ে। প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেয়া হয়।
হাসপাতালে ওষুধ ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবের প্রতিবাদে রাজপথে নামেন চিকিৎসকরাও। তারা জানান, কমপক্ষে ১৮৯টি অতি জরুরি ওষুধের স্বল্পতা রয়েছে।
নজিরবিহীন অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কায় বেশ কিছুদিন ধরেই বাড়ছে জনরোষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১ এপ্রিল জরুরি অবস্থা জারি করে সরকার। তবে গণবিক্ষোভের মুখে তা প্রত্যাহারে বাধ্য হয় সরকার। এর আগেই পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারায় ক্ষমতাসীন জোট, এসএলপিপি।
/এডব্লিউ



Leave a reply