ফিলিপাইনে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দেড় শতাধিক

|

ছবি: সংগৃহীত

ফিলিপাইনে ঘূর্ণিঝড় মেগির প্রভাবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো দেড় শতাধিক। এখনো নিখোঁজ রয়েছে বহু মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

দেশটির সরকার জানিয়েছে, পাহাড়ি প্রদেশ লেইতে প্রবল বর্ষণে ভূমিধসে ৮৬ জনের মতো হতাহত হয়েছেন। এছাড়া একাধিক জায়গায় অতি বৃষ্টিতে এবং ঝড়ে আরও অনেকে মারা গেছেন।

ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে দেশটির জরুরি বিভাগ। মোতায়েন করা হয়েছে সেনা সদস্যদের। আকস্মিক বন্যায় আটকে পড়া লোকজন উদ্ধারে রাবারের নৌকা ব্যবহার করা হচ্ছে। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে অনেক ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তা ঘাট কর্দমাক্ত হয়ে চলাচলে অনুপযুক্ত হয়ে পড়েছে। দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে ক্যাটাগরি ৫ মাত্রার টাইফুন আঘাত হানে দেশটিতে। সেই সময় প্রায় ৪ শতাধিক মানুষ প্রাণ হারান। আহত হন প্রায় ১৪ হাজার। আর ২০১৩ সালে টাইফুন হাইয়ানের প্রভাবে ৬ হাজার তিনশ’ জনের মৃত্যু হয়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply