
নামাজরত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি তাণ্ডব চালানোর পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে আল আকসা মসজিদে।
শুক্রবার (১৫ এপ্রিল) হামলা চালানোর সময় মসজিদের ভেতরে ভাঙচুরও চালায় ইসরায়েলি সেনাবাহিনী। ভেঙে ফেলা হয় মসজিদের ভেতরের বিভিন্ন আসবাবপত্র। আলজাজিরার খবর অনুযায়ী, এখন আল আকসা মসজিদ প্রাঙ্গণের ভেতরে অবস্থান করছে দখলদার বাহিনী।
সেহরির পর ফজরের নামাজ আদায় শেষে আল আকসা মসজিদে জড়ো হন হাজারো ফিলিস্তিনি। বাইরে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর বিশাল বহর আগে থেকেই মোতায়েন ছিল। নামাজ শেষে পশ্চিম তীর ও অন্যান্য অঞ্চলে ইসরায়েলি বাহিনীর নির্বিচারে হামলা ও ধরপাকড়ের প্রতিবাদে বিক্ষোভ করেন ফিলিস্তিনিরা। এ সময়ই শুরু হয় সংঘর্ষ।
ইসরায়েলের দাবি, নামাজ শেষে আল আকসায় ইহুদিদের প্রার্থনার জায়গায় পাথর ছুড়তে শুরু করে নামাজ পড়তে আসা ফিলিস্তিনিরা, নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করেও ছোড়ে ইট-পাটকেল। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মসজিদ প্রাঙ্গনে প্রবেশ করে পুলিশ, শুরু হয় ব্যাপক সংঘর্ষ। সংঘর্ষে আহত হন অন্তত ১৫০ ফিলিস্তিনি।
ফিলিস্তিনি রেডক্রিসেন্ট ইমারজেন্সি সার্ভিস জানায়, রেডক্রিসেন্টের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে বাধা দেয় ইসরায়েলি পুলিশ। ফলে আল আকসার ভেতরে আটকা পড়েন আহতদের অনেকে। তবে তাদের বেশিরভাগকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
/এডব্লিউ



Leave a reply