
ছবি: সংগৃহীত।
ইসলাম প্রধান দেশ সৌদি আরবে সম্প্রতি ‘বাগাতেল্লে জেদ্দা’ নামের একটি রেস্টুরেন্টকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। জেদ্দায় অবস্থিত এই ফরাসি রেঁস্তোরায় নারীদের হিজাব বা বোরকা এবং পুরুষদের জোব্বা পরে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বোরকা এবং জোব্বা হলো সৌদি আরবের রাষ্ট্রীয় এবং একই সাথে ধর্মীয় পোশাক। তাই সেই দেশেই ব্যবসা ফেঁদে দেশের সংস্কৃতি ও ধর্মের ওপর এমন অবমাননা নিয়ে ফুঁসে উঠেছেন দেশটির সাধারণ জনগণ। খবর গাল্ফ নিউজের।
বুধবার (২৫ মে) এই নীতিমালা প্রণয়ন করে রেঁস্তোরাটি। এরপর থেকেই ক্ষোভে ফেটে পড়েন দেশটির জনগণ। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে তীব্র সমালোচনা করছে সৌদি আরবের সাধারণ নাগরিক। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লেখেন, এই রেঁস্তোরাটিকে কোনো স্টার দেয়া উচিত না। তারা হিজাবী নারী ও পুরুষের জাতীয় পোশাক জোব্বা পরে সেখানে প্রবেশ করতে দিতে চায় না। জেদ্দা থেকে এই রেঁস্তোরাটিকে বিতাড়িত করতে হবে মন্তব্য করে আরেকজন লেখেন, এরা আমাদের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল নয়। বিষয়টি আমার খুবই অপমানজনক লেগেছে। তবে এ নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্যই করেনি রেঁস্তোরাটির কর্তৃপক্ষ।
অবশ্য, সৌদি আরবের এই ধরনের ঘটনা এটিই প্রথম নয়। এর আগে সেখানকার একটি ভারতীয় রেঁস্তোরাতেও নারীদের হিজাব পরে প্রবেশে বাধা দেয়া হয়। এরপর জনরোষের মুখে সেটি বন্ধ করতে বাধ্য হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এসজেড/



Leave a reply