শাওনের মায়ের বাসায় এসি বিস্ফোরণ, রক্ষা পেলেন সবাই

|

জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনের মায়ের বাসায় ভয়াবহ এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অল্পের জন্য পরিবারের সবাই রক্ষা পেলেও মানসিকভাবে বিপর্যস্ত বলে জানিয়েছেন শাওন।

সামজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে শাওন নিজেই তথ্যটি জানিয়েছেন। বলেন, আজ ভোর ৫টায় গুলশান-১ এ আমার মায়ের বাসায় আমার রুমের এসির বিস্ফোরণ হয়ে ভয়াবহভাবে আগুন ধরে গিয়েছিল। ফায়ার সার্ভিসের ২টি টিমের প্রচেষ্টায় সে আগুন নেভানো সম্ভব হয়েছে। বাসার কারও কোনো শারীরিক ক্ষতি হয়নি তবে মানসিকভাবে সবাই বিপর্যস্ত। আর আমার ঘরের পর্দা, বই, খাটসহ সব পুড়ে গেছে!

স্ট্যাটাসে শাওন আরও যোগ করেন, যে ঘরে এসি বিস্ফোরণ হয়েছে, তার মায়ের বাসায় গেলে সেই ঘরেই থাকতেন শাওন ও তার ছেলে-মেয়েরা। আজ সেই বাসায় থাকলে বড় কোনো দুর্ঘটনা ঘটত বলে তিনি আশঙ্কা করে বলেন, মাত্র ক’দিন আগেই নানাবাড়িতে বেড়াতে গিয়ে ছোট পুত্র নিনিত একাই ওই ঘরে থেকেছে! আর পুত্রদ্বয়সহ আমি গেলে তো ও ঘরেই থাকি! আজ আমরা ওখানে থাকলে যে কি হতো এই ভেবে এখনও শিউরে উঠছি!

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply