ছবি: সংগৃহীত
এবার ক্রিকেট ব্যাট হাতে দেখা গেলো ডিসকভারি চ্যানেলের জনপ্রিয় শো ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’র উপস্থাপক বেয়ার গ্রিলসকে। মূলত, সাবেক ইংলিশ ক্রিকেটার অ্যান্ড্রু স্ট্রাউসের ফাউন্ডেশনের জন্য দুই দলে ভাগ হয়ে সম্প্রতি একটি ক্রিকেট ম্যাচে অংশ নেন তিনি।
বুধবার (৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইংলিশ ক্রিকেটার জো রুটের সাথে একটি ছবিও পোস্ট করেছেন গ্রিলস। যা পছন্দ করেছে বিভিন্ন দেশের ক্রিকেটপ্রেমীরা।
ফেসবুক পোস্টে গ্রিলস লিখেছেন, ক্রিকেটে আমাদের একটি বিশেষ সময় কাটলো। অসাধারণ এই দাতব্য সংস্থায় সমর্থন জানানোর জন্য সকলকে ধন্যবাদ। গ্রিলস মজা করে আরও লিখেছেন, অ্যান্ডু স্ট্রাউস, পল কলিংউড এবং ইয়ান বেলের মতো কিংবদন্তিদের কাছ থেকে উৎসাহ পাওয়া সত্ত্বেও আমি খুব ভালো ব্যাটিং বা বোলিং করতে পারিনি। জো রুটের দেয়া পরামর্শ ‘মাথা স্থির রেখে জোরে আঘাত করো’র জন্য ধন্যবাদ।
আরও পড়ুন: ৯ জুন: টিভিতে আজকের খেলা সূচি
জেডআই/
Leave a reply