বাজেটে ২৫০ সিসির বেশি মোটরসাইকেলে শুল্ক প্রস্তাব অর্থমন্ত্রীর

|

বর্তমানে দেশে ১৬৫ সিসির মোটরসাইকেল বাজারে ছাড়া ও আমদানি নিষিদ্ধ রয়েছে। তবে ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে তা বাজারে আনার দাবি জানিয়ে আসছে এবং ভারতীয় খ্যাতনামা মোটরবাইক ব্রান্ড রয়্যাল অ্যানফিল্ড বাজারে আসার আগ্রহ প্রকাশ করায় এ দাবি আরও জোরালো হওয়ার প্রেক্ষিতে এবারের প্রস্তাবিত বাজেটে ২৫০ সিসির বেশি ক্ষমতা সম্পন্ন মোটরবাইক আমদানিতে শুল্ক বসানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অর্থমন্ত্রী তার বাজেট বাজেট বক্তৃতায় বলেন, দেশে ২৫০ সিসির বেশি ক্ষমতাসম্পন্ন মোটরবাইক তৈরির কারখানা হচ্ছে। এ পণ্য আমদানির ওপর বর্তমানে কোনো প্রকার শুল্ক আরোপ করা নেই উল্লেখ করে তিনি বলেন, ২৫০ সিসি পর্যন্ত মোটরসাইকেল আমদানিতে বর্তমানে ফোর স্ট্রোকের ক্ষেত্রে ৬০ শতাংশ ও টু স্ট্রোকের ক্ষেত্রে ২৫০ শতাংশ শুল্ক আরোপ করা আছে। তাই এবারের বাজেটে ২৫০ সিসির বেশি ক্ষমতার মোটরসাইকেল আমদানিতে ফোর স্ট্রোকের ক্ষেত্রে ১০০ শতাংশ ও টু স্ট্রোকের ক্ষেত্রে ২৫০ শতাংশ শুল্ক প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

এর আগে গত বছর ব্যবসায়ীদের দাবির মুখে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) বাণিজ্য মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন জমা দেয়। এতে তারা সিসি সীমা তুলে দেয়ার প্রস্তাব দেন।

প্রতিবেদনে বলা হয়, মোটরসাইকেলের গতির সাথে সিসির কোনো সম্পর্ক নেই, ৩০০ বা ৫০০ সিসির বাইকে যে গতি তোলা সম্ভব সেই একই গতি ১৬৫ সিসির বাইকেও তোলা সম্ভব। বিশ্বের কোথাও এমন সিসির সীমা নেই বলে জানানো হয় প্রতিবেদনে। সিসি সীমা তুলে নেয়ার ক্ষেত্রে বাড়তি সিসির মোটরসাইকেল নিবন্ধনে বাড়তি ফি আরোপ করার প্রস্তাবও করা হয় তখন।

বর্তমানে দেশে ১৬৫ সিসির ওপরে মোটরসাইকেল আমদানি ও বাজারে ছাড়া নিষিদ্ধ হওয়া সত্ত্বেও রানার অটোমোবাইলসকে সরকার ৫০০ সিসির মোটরসাইকেল তৈরি করে রফতানি করার অনুমতি দিয়েছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply