বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেয়ায় মিসরে ১৯ বছরের তরুণীকে হত্যা

|

ছবি: সংগৃহীত

মিসরের তুখ তানবিশা গ্রামে বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেয়ায় ১৯ বছরের এক তরুণীকে গুলি করে হত্যা করা হয়েছে।

গালফ টুডে’র এক প্রতিবেদনে বলা হয়, আমানি আবদুল-করিম আল-গাজারকে (১৯) বিয়ের প্রস্তাব দিয়েছিলেন আহমেদ ফাথি আমিরাহর (২৯)। কিন্তু আল-গাজার ও তার পরিবার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে। আর তাতেই ক্ষুব্ধ হয়ে আমিরাহ এ ঘটনা ঘটান।

গ্রামের বাসিন্দারা জানায়, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের কারণে ক্ষুব্ধ হয়ে সন্দেহভাজন ব্যক্তি আল-গাজারকে তার পরিবারের সামনেই বাড়ির পেছনে গুলি করে পালিয়ে যান। আল-গাজার একজন মেধাবী ছাত্রী ছিলেন। আমিরাহর খারাপ আচরণের জন্য তিনি তাকে প্রত্যাখ্যান করেছিলেন।

আহত আল-গাজারকে হাসপাতালে নিয়ে গেলে তাকে বাঁচানোর চেষ্টা ব্যর্থ হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ছাড়া সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজতে এবং গ্রেফতার করতে অনুসন্ধান দলগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply