মেক্সিকোয় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৮ জন। গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও ৮ জনকে। এ দুর্ঘটনায় ট্যাংকারের চালককে আটক করেছে নিরাপত্তা বাহিনী। সঠিক কারণ জানতে তদন্ত চলছে। খবর এবিসি নিউজের।
শনিবার (১০ সেপ্টেম্বর) মেক্সিকোর উত্তরাঞ্চলে ঘটে এ দুর্ঘটনা। কর্তৃপক্ষ জানায়, হিদালগো প্রদেশ থেকে একটি যাত্রীবাহী বাস ছেড়ে যায়। পথেই বিপরীত দিকে থেকে আসা দ্রুতগামী একটি তেলবাহী ট্যাংকার ধাক্কা দেয় বাসটিকে। এতে মুহূর্তেই জ্বালানি ছড়িয়ে পড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ঘটনাস্থলেই প্রাণ হারান ১৮ জন।
জানা গেছে, উদ্ধারকৃত দগ্ধ ৮ জনের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফায়ার সার্ভিস কর্মীরা কয়েক ঘণ্টার চেষ্টায় ঘটনাস্থলের আগুন নিয়ন্ত্রণে এনেছেন।
এসজেড/
Leave a reply