
জ্যাকলিন ফার্নান্দেস।
জনপ্রিয় বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও তলব করেছে দিল্লি পুলিশ।
সম্প্রতি ২১৫ কোটি রুপি মানি লন্ডারিং মামলার চার্জশিটে জ্যাকলিনের নাম দেয়া হয়েছে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা একাধিকবার তাকে তলব করেছে।
সোমবার (১২ সেপ্টেম্বর) তার আদালতে হাজিরা দেয়ার কথা ছিল। কিন্তু শুটিংয়ে ব্যস্ততার কারণ দেখিয়ে নির্ধারিত সময়ে আসেননি তিনি।
এর আগে তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি। পরে ২৯ আগস্ট দিল্লি পুলিশের কাছে হাজিরা দেয়ার কথা ছিল জ্যাকলিনের। কিন্তু সেই সমনও এড়িয়ে যান তিনি। এরপরই নতুন সমন জারি করা হয়।
/এসএইচ
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply