
ছবি: সংগৃহীত
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ বিকাল সাড়ে ৫টায় ম্যানচেস্টার সিটিকে আতিথ্য দেবে উলভারহ্যাম্পটন। লিগের আরেক ম্যাচে রাত সাড়ে ১০টায় ইনফর্ম টটেনহ্যামের প্রতিপক্ষ ধুঁকতে থাকা লেস্টার সিটি। লা লিগায় জায়ান্ট বার্সেলোনা লড়বে এলচের বিপক্ষে। আর জার্মান বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ মুখোমুখি হবে অগসবুর্গের।
উলভারহ্যাম্পটনের বিপক্ষে ফেভারিট হিসেবে মাঠে নামবে ম্যানসিটি। বর্তমান চ্যাম্পিয়নদের নতুন মৌসুমটাও শুরু হয়েছে দুর্দান্তভাবে। ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে সিটিজেনরা। উলভারহ্যাম্পটনের বিপক্ষে ২০১৯-২০ মৌসুমে টানা দুই ম্যাচ হারের পর সবশেষ চার ম্যাচে দলটির বিপক্ষে দাপুটে জয় পেয়েছে গার্দিওলার দল। এই ম্যাচে ইনজুরির কারণে মাঠের বাইরে থাকবেন ডিফেন্ডার আইমেরিক লাপোর্তা। ইনফর্ম হাল্যান্ড এই ম্যাচেও করতে পারেন গোল উৎসব।

ইপিএলের নতুন মৌসুমটা ভালোভাবে শুরু করেছে টটেনহ্যাম। ম্যানচেস্টার সিটির সাথে সমান পয়েন্টে থাকলেও গোল ব্যবধানে টেবিলে তৃতীয় স্থানে রয়েছে টটেনহ্যাম। অন্যদিকে, তাদের প্রতিপক্ষ লেস্টার ১ পয়েন্ট নিয়ে অবস্থান করছে তলানিতে। লেস্টারের বিপক্ষে সবশেষ ৯ ম্যাচে ৭ জয় পেয়েছে কন্তের দল। রিচার্লিসন, সন হিয়ুং মিন আর হ্যারি কেইনকে নিয়ে গড়া টটেনহ্যামের আক্রমণভাগ যে কোনো দলের রক্ষণে কাঁপন ধরাতে পারে। লেস্টার ম্যাচেও এর ব্যতিক্রম হবে না।
সন্ধ্যা সাড়ে সাতটায় জার্মান বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের প্রতিদ্বন্দ্বিতা করবে অগসবুর্গ। অ্যালিয়েঞ্জ অ্যারেনায় স্টুটগার্টের সাথে ২-২ গোলে ড্র করে পয়েন্ট খোয়ায় বায়ার্ন। তবে এখনও লিগে হারের স্বাদ না পাওয়া মিউনিখের চোখ থাকবে জয়ের দিকেই। ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয় অবস্থান তাদের। আর ৬ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে অগসবুর্গ।
স্প্যানিশ লা লিগায় তলানিতে অবস্থান করা এলচের বিপক্ষে লড়বে বার্সেলোনা। ক্যাম্প ন্যুতে খেলাটি মাঠে গড়াবে রাত সোয়া আটটায়। চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের কাছে হারলেও এই ম্যাচ দিয়ে আবারও জয়ের ধারায় ফিরতে চায় কাতালান জায়ান্টরা। এলচের বিপক্ষে সবশেষ ১৯ ম্যাচে অপরাজিত বার্সা। রাফিনিয়া, লেভানদোভস্কি, ওসমান দেম্বেলেদের দিয়েই আক্রমণের পরিকল্পনা সাজাবেন কোচ জাভি হার্নান্দেজ।
আরও পড়ুন: বর্ণবৈষম্যের শিকার ভিনিসিয়াস, তার গোল উদযাপনকে বানরের নাচের সাথে তুলনা!
/এম ই



Leave a reply