বাংলাদেশ-ভারত ম্যাচ বিতর্ক নিয়ে মুখ খুললেন বিসিসিআই সভাপতি

|

ছবি: সংগৃহীত

বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে চলছে বিতর্ক, আলোচনা-সমালোচনা। পুরো ক্রিকেট বিশ্ব সরব এই ইস্যুতে। আইসিসি ভারতের পক্ষ নেয়, এমন বলে বসেন সাবেক পাকিস্তানি অধিনায়ক আফ্রিদি। আরও অনেকেই এই অভিযোগ তুলেছেন। এবার সেই অভিযোগের জবাব দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি রজার বিনি।

ভারতের ৬ উইকেটে ১৮৪ রান তাড়া করতে নেমে ৭ ওভারে বিনা উইকেটে ৬৬ রান তুলে ফেলেছিল বাংলাদেশ। এরপর বৃষ্টি নামায় বন্ধ হয় খেলা। বৃষ্টি শেষে খেলা পুনরায় শুরু হলে ডিএলএস নিয়মে বাংলাদেশের নতুন লক্ষ্য দাঁড়ায় ১৬ ওভারে ১৫১। মাঝে ৫২ মিনিট বৃষ্টির পর খেলা কি দ্রুতই শুরু করা হয়? মাঠ কি তখন প্রস্তুত ছিল? এসব প্রশ্ন উঠছে।

অ্যাডিলেডে বাংলাদেশ-ভারত ম্যাচে বৃষ্টির কারণে খেলায় বিরতি চলাকালীন দেশটির সংবাদমাধ্যম সামা টিভিতে পাকিস্তানি এক সংবাদকর্মী বলেন, ‘টিভির পর্দাতেই দেখা গেছে, সাকিব এ (মাঠ ভেজা) নিয়ে কথা বলেছে। দেখতেই পারছেন মাঠ ভেজা ছিল। আমার মনে হয়, ভারতের দিকে পক্ষপাত ছিল আইসিসির।’

আফ্রিদি সেই অনুষ্ঠানে প্যানেলের অংশ ছিলেন। সেখানে তিনি বলেছেন, ‘আমি জানি কী ঘটেছে। প্রচুর বৃষ্টি হলেও বিরতির পর খেলা দ্রুতই শুরু করা হয়। ভারত খেললে আইসিসি চাপে থাকে এটা বোঝাই যায়। এখানে আরও অনেক বিষয় জড়িত।’

আফ্রিদির মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিসিসিআই’র সভাপতি বলেন, এভাবে বলা ঠিক হয়নি। আইসিসি আমাদের পক্ষ নেয় বলে মনে করি না। সবাইকে সমান চোখেই দেখা হয়। তাই ওই অভিযোগের কোনো জায়গাই নেই। অন্য দলগুলোর চেয়ে আমরা বেশি কী পেয়ে থাকি? ভারত ক্রিকেটের বড় শক্তি হতে পারে, কিন্তু সবাইকে সমান চোখেই দেখা হয়।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply