দাবদাহের মধ্যেই ইতালিতে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়

|

তীব্র দাবদাহের মধ্যেই ইতালির উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হেনেছে প্রলয়ংকারী ঘূর্ণিঝড়। জোরালো বাতাস আর ঝড়ের তাণ্ডবে উল্টে পড়েছে গাছপালা ও বিদ্যুতের খুঁটি। এতে চাপা পড়েছে বহু যানবাহন। ক্ষতিগ্রস্ত অনেক ঘরবাড়ি ও স্থাপনা। খবর ডেইলি মেইলের।

বেরী আবহাওয়ার কারণে মঙ্গলবার (২৫ জুলাই) পর্যন্ত মিলান-মোনাজা শহর এবং আশপাশের এলাকাগুলোতে বহাল রাখা হয়েছে জরুরি অরেঞ্জ অ্যালার্ট। এলাকাগুলোতে দিনভর ভারী বৃষ্টিপাতের পাশাপাশি রয়েছে বজ্রপাতের জোরালো আশঙ্কাও।

গত সপ্তাহ থেকেই মূলত তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপীয় দেশটির দক্ষিণাঞ্চল এবং সিসিলি দ্বীপ। বুধবার পর্যন্ত ২৭টি শহরে বহাল থাকবে ‘রেড অ্যালার্ট’। প্রয়োজন ছাড়া বাসিন্দাদের বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তারা জানান, পানিশূন্যতা এবং হিটস্ট্রোকের মতো স্বাস্থ্যঝুঁকি রয়েছে।

সোমবারও দেশটিতে মধ্যবয়সী এক নারীর মৃত্যু হয়েছে হিটস্ট্রোকে। আগামী সপ্তাহ থেকে কমতে পারে গরমের তীব্রতা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply