
অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে ৫২টি দেশে মাছ রফতানি করছে বাংলাদেশ। ভবিষ্যতে মাছ উৎপাদনে আধুনিক প্রযুক্তি ব্যবহার করাই সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
মঙ্গলবার (২৫ জুলাই) সকালে রাজধানীতে ওসমানী মিলনায়তনে মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান তিনি। বললেন, আন্তর্জাতিক পরিসরে এ দেশের মাছের ব্যাপক চাহিদা রয়েছে। এ জন্য গবেষণার পরিধি বাড়ানো হয়েছে।
বিলুপ্ত প্রায় ৩৯ প্রজাতির মাছ ফিরিয়ে আনা হয়েছে বলেও এ সময় উল্লেখ করেন শ ম রেজাউল করিম।
একই অনুষ্ঠানে মৎস্য সম্পদ বিস্তার করতে জলাশয় ভরাট বন্ধ ও নদী রক্ষায় যত্নশীল হওয়ার আহ্বান জানান স্পিকার শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেছেন, এতে করে বিনিয়োগে উৎসাহী হবে মানুষ। সরকারের নেয়া প্রকল্পে নতুন নতুন কর্মক্ষেত্রের উন্মোচন হচ্ছে।
/এমএন



Leave a reply