বিএনপি’র কর্মসূচিতে অপ্রীতিকর কিছু হলে দায় সরকারের: মির্জা ফখরুল (ভিডিও)

|

ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট আয়োজিত আলোচনা সভায় বক্তব্যরত মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পরিকল্পিতভাবে সহিংসতা ছড়িয়ে দিতেই বিএনপি’র কর্মসূচির দিন, পাল্টা কর্মসূচি দিচ্ছে ক্ষমতাসীনরা- বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ২৭ জুলাইয়ের মহাসমাবেশকে ঘিরে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতির দায় সরকারকে নিতে হবে বলেও সতর্ক করেন তিনি।

মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে রাজধানীতে ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট আয়োজিত এক আলোচনা সভায় ফখরুল এসব অভিযোগ করেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, আন্দোলন রুখে দিতে সরকার নতুন ষড়যন্ত্র করছে। রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চাইছে সরকার।

বিএনপি মহাসচিবের দাবি, দেশে এত বড় রাজনৈতিক সংকট আগে আসেনি। ক্ষমতাসীনদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে সহিংসতা ছড়িয়ে দেয়ার অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি আরও বলেন, অত্যন্ত সুপরিকল্পিতভাবে তারা সহিংসতা ছড়িয়ে দিতে চায়। তাদের ২৪ তারিখের প্রোগ্রাম ২৭ তারিখে শিফট করেছে। কেনো? উদ্দেশ্য একটাই। তারা সহিংসতা করতে চায়।

জনগণের আন্দোলন রুখতে সরকার নতুন করে ষড়যন্ত্র শুরু করছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, একটা প্রোগ্রামে ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে, বিএনপি নাকি দেশে অরাজকতা তৈরির জন্য সীমান্তে অস্ত্র জড়ো করছে। কী ভয়ঙ্কর কথা! জনগণ যখন তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন শুরু করেছে ঠিক সে সময়ই এ ধরনের কথা বলে আরেকটা নতুন ষড়যন্ত্র তৈরির পাঁয়তারা করছে তারা।

আগামী বৃহস্পতিবার (২৭ জুলাই) রাজধানীতে শান্তিপূর্ণভাবে মহাসমাবেশ করতে চায় বিএনপি। এজন্য প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নেয়ার আহ্বানও জানান মির্জা ফখরুল। তিনি বলেন, ২৭ তারিখে আমরা যে মহাসমাবেশ আহ্বান করেছি তা শান্তিপূর্ণ মহাসমাবেশ। কোনো চক্রান্ত-ষড়যন্ত্র করে এই মহাসমাবেশকে নস্যাৎ করা যাবে না।

এ সময় গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে নতুন সংগঠন সম্মিলিত আইনজীবী ফ্রন্টের আলোচনা সভায় নানা ইস্যুতে সরকারের সমালোচনা করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তাদের অভিযোগ, আওয়ামী লীগের সঙ্গে জনগণ নেই, তাই সচিব আর পুলিশ দিয়ে ক্ষমতায় থাকতে চায় সরকার।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply