কারাগারে বিষ দেয়া হতে পারে ইমরান খানকে, শঙ্কা স্ত্রীর

|

পিটিআই চেয়ারম্যান ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগারে হত্যা করা হতে পারে বলে শঙ্কা জানিয়েছেন তার স্ত্রী বুশরা বিবি।

ইমরানের স্ত্রী বুশরার শঙ্কা, কারাগারে তার স্বামীকে বিষ প্রয়োগে হত্যা করা হতে পারে। স্বামীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে পাঞ্জাবের স্বরাষ্ট্র সচিবকে চিঠিও দিয়েছেন তিনি। এতে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থানান্তর করার জন্য নির্দেশ দিয়েছেন। তারপরও তাকে অযৌক্তিকভাবে আট্টাক জেলে বন্দি করে রাখা হয়েছে। সামাজিক ও রাজনৈতিক বিবেচনায় ইমরান খানকে কারাগারে বি-শ্রেণির সুবিধা দেয়ার দাবি জানান তার স্ত্রী।

এছাড়াও দেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তিনি যাতে কারাগারে বাড়িতে তৈরি খাবার সরবরাহের সুবিধা দেয়া হয় সে কথাও উল্লেখ আছে চিঠিতে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply