জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচার এবং অবিলম্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) কার্যকরের দাবিতে আমরণ অনশনে বসেছেন জাবি শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান।
আজ রোববার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে তিনি অনশন শুরু করেন।
আয়ান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীদের ওপর হামলা হয়। হামলাকারীদের গ্রেফতার বা বিচারের ব্যাপারে এখন পর্যন্ত প্রশাসনের কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যাচ্ছে না। হামলাকারীরা প্রকাশ্যে ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে।
তিনি আরও বলেন, গত সেপ্টেম্বর মাসে বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে। ৩০ কর্মদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন দেয়ার কথা ছিল। চার মাস পেরিয়ে গেলেও তারা কোনো রিপোর্ট দিতে পারেনি এবং মামলা গ্রহণের কোনো প্রস্তুতি নিতে পারেনি। এ কারণে দুই দফা দাবিতে অনশনে বসেছি।
অবিলম্বে জাকসু নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, জুলাই বিপ্লবের ৯ দফার একটি ছিল– প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ কার্যকর করা। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত ছাত্র সংসদ কার্যকর করার জন্য কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। তারা দফায় দফায় মিটিং করেছে, আশ্বাস দিয়েছে। আমার দাবি, আজকের মধ্যেই জাকসু নির্বাচনের জন্য প্রশাসন রোডম্যাপ প্রকাশ করবে এবং নির্বাচন কমিশন গঠন করবে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভিসি) সোহেল আহমেদ অনশনকারীর সঙ্গে কথা বলেন। প্রথম দাবির প্রসঙ্গে তিনি জানান– তদন্ত কমিটির কাছ থেকে জানা গেছে, আগামী ৭ জানুয়ারির মধ্যে প্রাথমিক তদন্ত এবং ২১ জানুয়ারির মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়া হবে।
দ্বিতীয় দাবির বিষয়ে প্রো-ভিসি জানান, উপাচার্য ড. কামরুল আহসান আগামীকাল জাকসু নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণা করবেন।
/এএম
Leave a reply