বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের ৩৫ তম ব্যাচের চতুর্থ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সাভারের উপজেলা নির্বাহী অফিসার মো. আবুবকর সরকারকে সভাপতি এবং টাঙ্গাইলের গোপালপুরের উপজেলা নির্বাহী অফিসার মো. তুহিন হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) সংগঠনটির সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়।
কমিটিতে জায়গা পাওয়া অন্যরা হলেন, সাংগঠিক সম্পাদক পদে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের জন্য ঢাকা বিভাগে ন্যাস্ত মোছা. আকলিমা বেগম, কোষাধ্যক্ষ পদে নারায়ণগঞ্জ বন্দরের ইউএনও মো. মোস্তাফিজুর রহমান এবং দফতর সম্পাদক পদে টাঙ্গাইলের নাগরপুরের ইউএনও আরাফাত মোহাম্মদ নোমান।
সভায় দ্রুততম সময়ের মধ্যে নবগঠিত কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে দায়িত্ব দেয়া হয়।
/এএস
Leave a reply