ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে ম্যানচেস্টার সিটিকে রীতিমতো ছেলেখেলা করেছে শিরোপার দৌড়ে থাকা আর্সেনাল। ৫-১ গোলে সিটিজেনদের বিধ্বস্ত করেছে লন্ডনের ক্লাবটি। হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেডও। অপরদিকে, লা লিগায় ম্যাচ জিতে রিয়াল মাদ্রিদের সাথে ব্যবধান কমিয়েছে বার্সা।
শিরোপার রেসে টিকে থাকতে হলে জয়ের বিকল্প ছিলো না আর্সেনালের সামনে। ঘরের মাঠে ম্যানসিটিকে এদিন আতিথ্য দেয় গানারস। লিগ চ্যাম্পিয়নরা পাত্তাই পায়নি এমিরেটসের মাটিতে।
ম্যাচের মাত্র ২ মিনিটে ওডেগার্ডের গোলে এগিয়ে যায় আর্সেনাল। প্রথমার্ধে গোলের দেখা না পেলেও ৫৫ মিনিটে আর্লিং হালান্ডের গোলে সমতায় ফেরে সিটি। যদিও পরমূহুর্তেই থেমে যায় সিটির উচ্ছ্বাস। ৫৬ মিনিটে টমাস পার্টির গোলে আবারও লিড নেয় গানার্স। এরপর ৬২ মিনিটে লুইস স্কেলি আর ৭৬ মিনিটে কাই হাভের্টজের গোলে ৪-১ এ এগিয়ে যায় মিকেল আর্তেতার দল।
এরপর যোগ করা অতিরিক্ত সময়ের তিন মিনিটে ইথান নওয়ানেরির গোলে সিটির কফিনে শেষ পেরেক ঠুকে দেয় আর্সেনাল। গোল বন্যার ম্যাচের পর ৫০ পয়েন্ট নিয়ে এখন টেবিলের দুইয়ে অবস্থান গানারদের। এদিকে আর্সেনালের বিপক্ষে লিগে টানা চার ম্যাচে জয়হীন সিটি, ছয় ম্যাচ পরে হারল প্রিমিয়ার লিগে।
এদিকে, সিটির গোল উৎসবের রাতে ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের কাছে ২-০ তে হেরেছে ম্যান ইউনাইটেড। গোলশূন্যতে প্রথমার্ধ শেষ হলেও দ্বিতীয়ার্ধে ফিলিপ মাতেতার গোলে ৬৪ মিনিটে লিড নেয় ক্রিস্টাল প্যালেস। একাধিক আক্রমণে গিয়েও আর গোলের দেখা পায়নি বিবর্ণ রেড ডেভিলস। ৮৯ মিনিটে মাতেতার করা দ্বিতীয় গোলে হার নিশ্চিত হয়ে যায় ইউনাইটেডের। চলতি মৌসুমে এ নিয়ে ঘরের মাঠেই সাত ম্যাচে হারের মুখ দেখলো ইউনাইটেড।
অপরদিকে, লা লিগায় লেভানদোভস্কির একমাত্র গোলে আলাভেসকে হারিয়েছে বার্সেলোনা। প্রথমার্ধে বেশ কয়েকবার আক্রমণের পরেও গোলের দেখা না পাওয়া বার্সা স্কোর করে ম্যাচের ৬১ মিনিটে। লেভানদোভস্কির ভলিতে লিড নেয় কাতালানরা। শেষ পর্যন্ত আর গোল না হলে কষ্টার্জিত জয়ে রিয়ালের সাথে ব্যবধান কমায় বার্সা। টানা চার হারের পর টানা দ্বিতীয় জয় পেলো হ্যান্সি ফ্লিকের দল।
/এমএইচআর
Leave a reply