আন্ডারওয়াটার ফটোগ্রাফি-ভিডিওগ্রাফি মোবাইল আনলো অপো

|

বাংলাদেশের বাজারে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ‘অপো রেনো ১৩ সিরিজের মোবাইল উন্মোচন করেছে। এটিই আন্ডারওয়াটার ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির ফিচার সংবলিত দেশের প্রথম স্মার্টফোন।

সিরিজের দুটি মডেল হচ্ছে ‘অপো রেনো ১৩’ ৫জি ও ‘অপো রেনো ১৩’ এফ। এই স্মার্টফোনগুলোর মাধ্যমে পানিতেও ভালো-মানসম্পন্ন, মুগ্ধকর ছবি ও ভিডিও ধারণ করতে পারবেন ব্যবহারকারীরা।

রেনো ১৩ সিরিজের অন্যতম আকর্ষণ আন্ডারওয়াটার ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির সক্ষমতা এবং এটি সম্ভব হয়েছে ‘আইপি৬৯-রেটেড ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স’-এর মাধ্যমে। যেটি কি না ধুলোবালি ও পানি থেকে সর্বোচ্চ মানের সুরক্ষা। এ অভিনব ফিচার ব্যবহারকারীদের পানির ২ মিটার তলদেশেও ৩০ মিনিট পর্যন্ত স্বচ্ছ ছবি ও ভিডিও ধারণের সুযোগ করে দেবে।

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply