ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন সরূপ সারাদেশে ‘পরিচ্ছন্ন শহীদ মিনার, মাতৃভাষা ও শহীদদের প্রতি শ্রদ্ধার অঙ্গীকার’ শীর্ষক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ।
রোববার (১৬ ফেব্রুয়ারি) থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গুডনেইবারস মিরপুর প্রকল্পের স্বেচ্ছাসেবী ও শিশু পরিষদের সদস্যবৃন্দ, প্রকল্প এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শহীদ মিনার ও সংলগ্ন এলাকা পরিচ্ছন্ন করার উদ্যোগ গ্রহণ করেন। একইসাথে তারা শিক্ষা প্রতিষ্ঠানসমূহে প্লাস্টিক দূষণের কুফল ও পরিবেশ সংরক্ষণে করনীয় বিষয়ক সচেতনতামূলক সভা আয়োজন করে।
দেশব্যাপী উক্ত কার্যক্রমের মূল উদ্দেশ্য ছিল শহীদ দিবসে, শহীদদের প্রতি যথাযথ শ্রদ্ধা জ্ঞাপন করা এবং শিশু ও কিশোরদের মধ্যে পরিচ্ছন্নতা ও দায়িত্ববোধ গড়ে তোলা।
/এটিএম
Leave a reply