ইউরোপীয় ইউনিয়নসহ প্রধান পোশাক আমদানিকারী দেশগুলোতে পরিবেশবান্ধব উৎপাদন নিশ্চিত করতে টেকসই জ্বালানির ব্যবহার বাধ্যতামূলক হতে চলেছে। এতে প্রতিযোগিতায় টিকে থাকতে বাংলাদেশকে এখনই নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।
আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীতে সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের ‘ইনস্পায়ার’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা দ্রুত জ্বালানি রূপান্তরের প্রয়োজনীয়তার কথা বলেন।
অনুষ্ঠানে সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সির (সিডা) মহাপরিচালক জ্যাকব গ্রানিট বলেন, ইউরোপের কঠোর পরিবেশগত নীতিমালা মেনে চলতে হলে তৈরি পোশাক খাতকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর করতে হবে।
সিডার ট্রেড প্রাইভেট সেক্টর ও ফাইন্যান্সিয়াল ইন্সট্রুমেন্টস বিভাগের প্রধান কিয়েল ফোর্সবার্গ বলেন, শুধু সরকারি তহবিল দিয়ে পোশাক খাতে পরিবেশবান্ধব রূপান্তর আনা সম্ভব নয়। নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ আনতে হলে বেসরকারি অর্থায়ন নিশ্চিত করতে হবে এবং ঝুঁকি কমাতে হবে।
এছাড়াও অনুষ্ঠানে জানানো হয়, ২০২৩ অর্থবছরে তৈরি পোশাক খাত দেশের জিডিপিতে ১০.৩৫% অবদান রেখেছে এবং ৪৫ বিলিয়ন ডলার রপ্তানি আয় করেছে। তবে এ খাত এখনো দেশের মোট গ্রিনহাউস গ্যাস নির্গমনের ১৫.৪% এর জন্য দায়ী।
/এসআইএন
Leave a reply