অমর একুশে বইমেলা ২০২৫-এ এসেছে কবি রাসেল রায়হানের কবিতার বই ‘মূকাভিনেতার ডায়েরি’। বইটি প্রকাশিত হয়েছে প্রতিভাষা থেকে এবং পরিবেশক গ্রন্থিক প্রকাশন।
বইটি প্রসঙ্গে রাসেল রায়হান বলেন– রাষ্ট্রের কোনো এক নাগরিক, সুদীর্ঘ সময় ধরে যার কথা বলা ছিল বারণ; সে যখন প্রতিবাদ করে, সেই ভাষা কেমন হতে পারে– এ বই নিঃশূন্য এক কক্ষে সেই ভাষারই গমগমে সমাবেশ।
তিনি আরও বলেন, মূকাভিনেতার ডায়েরির বেশির ভাগ কবিতা রাজনৈতিক। এমনকি প্রেমের কবিতাগুলোও।
বইটির প্রচ্ছদ করেছেন আল নোমান। শুভেচ্ছা মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানে ১০৩-১০৫ স্টল থেকে পাওয়া যাবে বইটি।
/এএম
Leave a reply