সিরিয়ায় সামরিক বাহিনী ও আসাদপন্থী আলাউইতিদের লড়াইয়ে রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয়েছে গোটা দেশ। নিহতের সংখ্যা ছাড়িয়েছে এক হাজার। ওয়ার মনিটরের বরাতে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সিরিয়ার বর্তমান শাসকদের অনুগত সামরিক বাহিনী ও বন্দুকধারীদের সঙ্গে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের আলাউইত সম্প্রদায়ের যোদ্ধাদের মধ্যে উপকূলীয় হার্টল্যান্ডে চার দিন ধরে চলা লড়াইয়ে নিহত হাজার ছাড়িয়ে গেছে বলে এক যুদ্ধ পর্যবেক্ষক গোষ্ঠী জানিয়েছে।
সবচেয়ে ভয়ংকর পাল্টাপাল্টি হামলা চলছে সিরিয়ার উপকূলীয় উত্তর-পশ্চিমাঞ্চলে। আলাউইতি অধ্যুষিত এ এলাকাগুলোয় অতিরিক্ত সেনা মোতায়েন করেছে অন্তর্বর্তী সরকার।
স্থানীয় বার্তা সংস্থা জানিয়েছে, নিহতের বেশিরভাগই বেসামরিক নাগরিক। এখনও কারফিউ জারি রয়েছে লাতাকিয়াসহ অন্যান্য স্থানে। যদিও তারতুস ও লাতাকিয়ার অধিকাংশ অঞ্চল পুনরায় নিয়ন্ত্রণে নেয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
এদিকে, প্রাণ বাঁচাতে লাতাকিয়ায় অবস্থিত রুশ বিমান ঘাঁটি খামাইমিয়ামে আশ্রয় নিয়েছে আসাদ অনুসারী ও তাদের পরিবার। অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য মস্কোর সহায়তা চেয়ে বিমান ঘাঁটির সামনে বিক্ষোভ করছেন তারা।
/এএম
Leave a reply