বাউফল করেসপনডেন্ট:
পটুয়াখালীর বাউফল উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। শনিবার (১২এপ্রিল) বেলা ১১ টার দিকে উপজেলার কনকদিয়া ইউনিয়নের দক্ষিণ কনকদিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। সম্পর্কে দুজন চাচাতো ভাই
স্থানীয়রা জানায়, দক্ষিণ কনকদিয়া গ্রামের হাওলাদার বাড়ির দেলাওয়ার হোসেন ও আব্দুর রহিমের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। গত ২৮ মার্চ দলবল নিয়ে বিরোধপূর্ণ ওই জমি দখল করে দেলোয়ার। পরে আব্দুর রহিম দলবল নিয়ে ওই জমি নিজ দখলে নেয়ার চেষ্টা করে। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে দু’পক্ষের নারীসহ অন্তত ১৫জন আহত হয়। এসময় ওই জমিতে নির্মিত বসতঘরও ভাঙচুর করা হয়েছে।

ঘণ্টাব্যাপী চলমান সংঘর্ষের ঘটনায় দেলোয়ারের পক্ষের ইউসুফ আলী (৫৫), রিনা বেগম(২০), শহীদ হাওলাদার (৫০), নাদিম ইসলাম (১৭), সালমা বেগম (৪৯), মনির হাওলাদার(৩৫), আবদুর রহমান (২৯) এবং আব্দুর রহিমের পক্ষের তিনিসহ সাবিনা বেগম (৫৫), রাশেদা (৫০), হালিমা বেগমসহ (৬০) অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন যমুনা টেলিভিশনকে বলেন, জমিজমা নিয়ে দু’পক্ষের বিরোধ ছিল। আজকে সেখানে মারামারি হয়েছে। পরে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করা হয়। আটককৃতদের পুলিশ থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
/এএইচএম
Leave a reply