ফাইল ছবি
কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনে কাটা পড়ে ৩ যুবকের মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।
বুধবার (২৩ এপ্রিল) ভোরে মাধবপুর এলাকায় এ ঘটনা ঘটে। কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী রেললাইনে এই তিন যুবকের মরদেহ পরে থাকতে দেখে খবর দেয় স্থানীয়রা। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধারে কাজ করছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ও স্থানীয়দের ধারণা তারা ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।
/এসআইএন
Leave a reply