কোভিড-১৯ প্রকল্পের চাকরি স্থায়ী করার দাবিতে কর্মীদের অবস্থান কর্মসূচি

|

চাকরি স্থায়ীকরণ ও বকেয়া বেতন আদায়ের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপারডনেস (ইআরপিপি) প্রকল্পের আউটসোর্সিং কর্মীরা। রোববার (২৭ এপ্রিল) ঢাকার মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

আউটসোর্সিং কর্মীরা জানান, কোভিড-১৯ মহামারির সময় স্বাস্থ্যসেবা, বিশেষ করে কোভিড পরীক্ষার জন্য সরকার ৩৯৩ জন স্বাস্থ্যকর্মীকে নিয়োগ দিয়েছিল সরকার। পরবর্তীতে, তাদের ইআরপিপি প্রকল্পের অধীনে স্থানান্তরিত করা হয় এবং মেডিকেল অফিসার, নার্স এবং টেকনোলজিস্টসহ আরও স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হয়। এতে মোট কর্মীর সংখ্যা ১,১৫৪ জনে উন্নীত হয়। বর্তমানে, প্রকল্পের অধীনে ১,০০৪ জন কাজ করছেন।

প্রকল্পে নিয়োজিত আন্দোলনকারীরা চার মাসের বেতন না পাওয়ার অভিযোগ করে জানান, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর প্রকল্পের অর্থায়ন শেষ হলেও ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত ৫ম এইচপিএনএসপির আওতায় প্রকল্প চলমান রাখার বিষয়ে প্রকল্প স্টিয়ারিং কমিটির (পিএসসি) সিদ্ধান্ত মতে এবং স্বাস্থ্য অধিদফতরের মৌখিক নির্দেশনায় কাজ চালিয়ে গেলেও, চার মাস যাবৎ কোনো বেতন বা চুক্তি, প্রজ্ঞাপন কিছুই পাচ্ছে না। ফলে পরিবার-পরিজন নিয়ে তারা মানবেতর জীবনযাপন করছে বলেও জানান।

এর আগে গত বছরের ১৭ নভেম্বর সকাল থেকে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। এ সময় তিন দফা দাবি জানান আউটসোর্সিং কর্মীরা।

/এসআইএন

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply