মিয়ানমারের পাচারের সময় বিপুল পরিমান ইউরিয়া সার জব্দ, আটক ১০

|

কক্সবাজার করেসপনডেন্ট:

মিয়ানমারের রাখাইন রাজ্যে পাচারের সময় ছয়শত বস্তা ইউরিয়া সার জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় চক্রের ১০ জনকে আটক করা হয়। শুক্রবার (২ মে) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেন।

কমান্ডার হারুন-অর-রশিদ বলেন, গতকাল বৃহস্পতিবার  কোস্ট গার্ডের জাহাজ তাজউদ্দিন সেন্টমার্টিনের দক্ষিণে ছেঁড়া দ্বীপ এলাকায় একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা দেখতে পায়। এ সময় থামার সংকেত প্রদান করলে নৌকাটিকে তা অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া করে নৌকাটিকে আটক করা হয়।

তিনি আরও বলেন, পরে নৌকাটিকে তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা ছয়শত বস্তা ইউরিয়া সারসহ ১০ জন পাচারকারীকে আটক করা হয়। সারগুলো রাখাইন রাজ্যে পাচার করা হচ্ছিল। জব্দকৃত সার টেকনাফ কাস্টমসে হস্তান্তর করা হয়। আটককৃতরা কক্সবাজার এবং চট্টগ্রামের বাসিন্দা। তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply