ভালভোলিনের অ্যাপ ‘অযান্ত্রিক’ উদ্বোধন করলেন অভিনেতা পলাশ

|

বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ এখন আমেরিকান লুব্রিকেন্ট ব্রান্ড ‘ভালভোলিন’র ব্যান্ড অ্যাম্বাসেডর। শনিবার (৩ মে) তিনিসহ অন্য অতিথিরা সেই ‘ভালভোলিন’র মেকানিক মিট ও মেকানিক বেনিফিট অ্যাপ ‘অযান্ত্রিক’র উদ্বোধন করলেন।

রাজধানীর সায়েদাবাদ বাসস্ট্যান্ডে এ উদ্বোধনী অনুষ্ঠানটি আয়োজিত হয়। আয়োজক ছিল বাংলাদেশে ভালভোলিন লুব্রিকেন্টের পরিবেশক জাপান সোলারটেক বাংলাদেশ লিমিটেড।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাপান সোলারটেক বাংলাদেশের হেড অব বিজনেস আবু আহমেদ, হেড অব সাপ্লাই চেইন অ‍্যান্ড লজিস্টিক আলী নূর খন্দকারসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় জিয়াউল হক পলাশ সকল মেকানিক ও ব্যবসায়ীদের শুভেচ্ছা জানান। সেইসাথে সকলকে ভালভোলিনের পাশে থাকার আহ্বানও জানান।

অপরদিকে, আবু আহমেদ ভালভোলিনকে বিশ্বের প্রথম ও বিশ্বসেরা লুব্রিকেন্ট ব্র্যান্ড উল্লেখ করে এর সফলতা কামনা করেন।

কোম্পানির হেড অব রিটেইল সেলস নাজমুল হাসান বলেন, বিশ্বমানের আমেরিকান লুব্রিকেন্ট ব্র্যান্ড ভালভোলিন ১৫৮ বছর ধরে সারা বিশ্বে ব্যবহার হয়ে আসছে। সেইসাথে বাংলাদেশের সকল ব্যবহারকারীর কাছে বিশ্বস্ততা অর্জন করেছে। এছাড়া ক্রেতাদের কাছে সেবা পৌঁছে দেয়ার জন্য সবসময় সচেষ্ট বলেও উল্লেখ করেন তিনি।

সবশেষে উপস্থিত ডিলার ও মেকানিকদের সাথে নিয়ে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

/এএইচএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply