যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার হাসান মিজবাহ ফিরছিলেন অ্যাসাইনমেন্ট থেকে। এমন সময় রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের বিপরীতে মুক্তিযোদ্ধা টাওয়ারের নিচে তিনি একটি শিশুর দেখা পান। খেলতে খেলতে হারিয়ে গেছে সে। ফিরতে চায় তার বাবা-মায়ের কাছে।
শিশুটির বয়স আনুমানিক সাড়ে তিন থেকে চার বৎসর। নাম নাঈম, বাবার নাম সাইম, মায়ের নাম আমেনা। জিজ্ঞাসা করলে তার বাসা মিরপুর বলে জানায় শিশুটি।
শিশুটিকে উদ্ধারকারী ব্যক্তি বলেন, তিনি সোহরাওয়ার্দী হাসপাতালের বিপরীতে জুতা সেলাইয়ের কাজ করেন। কাছেই একটি শিশুকে কাঁদতে দেখে এগিয়ে যান। তারপর জিজ্ঞাসাবাদে সে জানায় খেলতে খেলতে হারিয়ে গেছে।
শিশুটি এখনও সেখানে নিরাপদে রয়েছে। বাচ্চাটির সন্ধানকারী ব্যক্তি এই নাম্বারে যোগাযোগ করুন: +8801777778095
/এটিএম
Leave a reply