রাজধানীর যমুনা ফিউচার পার্কের হোলসেল ক্লাবে চলছে ‘ঈদ ধামাকা’ ক্যাম্পেইন। এই হাইপার সুপারশপে শপিং করুন আর র্যাফেল ড্রতে জিতে নিন, ফ্রিজ, এসি, হোম অ্যাপ্লাইন্সসহ ১০টি উপহার।
৫০০ টাকার সবজি, ২ হাজার মাছ-মাংস বা ফলমূল কিনলে জিতে নিতে পারবেন একটি আস্ত খাসি।
এখানেই শেষ নয়, হোলসেল ক্লাবে চলছে জ্যৈষ্ঠ মাস উপলক্ষে চলছে ‘জ্যৈষ্ঠ মাসের মধুর মেলা’। আম, কাঁঠাল, জাম, লিচু, আনার ইত্যাদি ফল দিয়ে সাজানো হয়েছে এই মেলা। সুস্বাদু দেশীয় ফলের এই আয়োজন উপভোগ করতে পারবেন পুরো পরিবার নিয়ে।
জনপ্রিয় ও বিশ্ব বিখ্যাত ব্রান্ড কস্টকো কস্টকো , জেট্রো, স্যামস ক্লাব, বার্গেইনের সব প্রিমিয়াম পণ্য থাকছে হাতের নাগালে।
/এটিএম
Leave a reply