নদী দখলদারদের ছাড় দেয়া হবে না: বন ও পরিবেশ উপদেষ্টা

|

বর্তমান অন্তর্বর্তী সরকার পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (১ জুন) ঢাকার আগারগাঁওয়ে পরিবেশ অধিদফরে আয়োজিত ‘ম্যানিফেস্টো টক: ইয়ুথ, এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, বায়ু দূষণ, নদী দখল রোধে বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে। দখলদারদের ছাড় দেয়া হবে না। তবে এই সংকট মোকাবেলা করতে হলে রাজনৈতিক দলগুলোরও সহযোগিতা দরকার বলেও জানান তিনি।

অন্যদিকে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেন, হাওর-বাওড় টিকে থাকলে বাংলাদেশও টিকে থাকবে। সবাইকে নিয়ে এ ধরনের আলোচনা আরও বেশি বেশি করতে হবে। রাজনৈতিক দলগুলোকেও জবাবদিহিতার মধ্যে আনতে হবে, আর সেটা তরুণদের দ্বারাই সম্ভব হবে। এটা করতে পারলেই পরিবেশ কিংবা জলবায়ু পরিবর্তনের প্রভাব কাটিয়ে ওঠা সম্ভব বলে জানান তিনি।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, জলবায়ু পরিবর্তন এখন শুধু বাংলাদেশের ইস্যু নয়, এটি বৈশ্বিক সংকট। উন্নত দেশগুলোর কারণে আমাদের মতো নিম্ন আয়ের দেশ ক্ষতির মুখে পড়ছে। রাজনৈতিক দলগুলোকে এখন ভাবতে হবে—কীভাবে এই সংকট কাটাতে তরুণদের যুক্ত করা যায়।

একই অনুষ্ঠানে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, এখন সময় এসেছে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষার বিষয়ে রাজনৈতিক দলগুলোকে এক ছাতার নিচে আসার। কারণ সময় যত যাচ্ছে, বাংলাদেশ ততই জলবায়ু পরিবর্তনের হুমকির মুখে পড়ছে।

ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, ২০১৮ সালের নির্বাচনেও তাদের দলে জলবায়ু ও পরিবেশের বিষয়টি নির্বাচনী ইশতেহারে গুরুত্ব সহকারে রাখা হয়েছিল।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমীন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, গণসংহতি আন্দোলনের নেতা আবুল হাসান রুবেল, জাতীয় নাগরিক পার্টির সিনিয়র জয়েন্ট কনভেনর আরিফুল ইসলাম আদিব, উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, অধ্যাপক কামরুজ্জামান মজুমদার এবং ম্যানিফেস্টু টকের কনভেনর হাবিব রহমান।

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply