ফুটবল দলকে ধন্যবাদ জানালো সেনাবাহিনী

|

বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে ধন্যবাদ জানিয়েছে সেনাবাহিনী। বুধবার (১১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, ভালো খেলা উপহার দেওয়ায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে আন্তরিক ধন্যবাদ। তোমাদের নৈপুণ্য গর্বিত করেছে পুরো জাতিকে। সামনে আরও উজ্জ্বল হোক তোমাদের পথচলা। তোমাদের অগ্রযাত্রায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সকল প্রচেষ্টাকে আন্তরিক সাধুবাদ।

আরও পড়ুন: লড়াই করে হারলো বাংলাদেশ

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে লড়াই করেও সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরেছিল হামজা-তপু-বর্মনরা। ম্যাচের একেবারে শেষ দিকে শাহরিয়ার ইমনের অসাধারণ হেডটি কোনোমতে মাঠের বাইরে পাঠান সিঙ্গাপুরের গোলকিপার। গোল হলে বাংলাদেশ ব্যবধান আরও কমাতে পারত, কিন্তু তা আর হয়নি।

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply