ঢাকায় ‘অলিটালিয়া কুকিং শো’ অনুষ্ঠিত

|

রাজধানী ঢাকায় ‘অলিটালিয়া কুকিং শো পাওয়ার্ড বাই হাইসেন্স’ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৯ জুন) বসুন্ধরায় সিক্রেট রেসিপির ফ্ল্যাগশিপ আউটলেটে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ইতালির অলিটালিয়া ব্র্যান্ডের প্রতিনিধি সোফিয়া বাতিসতিনি উপস্থিত ছিলেন। তিনি প্রতিষ্ঠনটির তেল এবং রন্ধন ঐতিহ্য সম্পর্কে কথা বলেন।

ফেয়ার গ্রুপের পরিচালক মুতাসসিম দায়ান বলেন, অলিটালিয়া বিশ্বের অন্যতম এডিবল অয়েল ব্র্যান্ড। এটি আমাদের সুস্থ জীবনযাপনে সহায়ক। তাই আমরা হাইসেন্সের মতো প্রযুক্তিনির্ভর ব্র্যান্ডের সাথে একসাথে কাজ করছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাইসেন্স দক্ষিণ এশিয়ার সেলস ডিরেক্টর মি. টেরি লিউং। তিনি বলেন, হাইসেন্স ৫৫ বছরেরও বেশি সময় ধরে হোম অ্যাপ্লায়েন্সে কাজ করছে। বাংলাদেশের মানুষ এখন হাইসেন্সের প্রযুক্তি ব্যবহার করে রান্না ও দৈনন্দিন জীবনকে আরও আরামদায়ক করে তুলতে পারবেন।

শো-তে হাইসেন্সের সলো, গ্রিল ও কনভেকশন ওভেনের নতুন লাইনআপ প্রদর্শিত হয়। রান্নার শোতে অংশ নেন শেফ তানিয়া শারমিন, শাহনাজ ইসলাম, কাকলি কলি এবং নারী উদ্যোক্তা মিস জেরিন হান্নান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিক্রেট রেসিপির হেড অব বিজনেস কে. এস. এম. মুহিত উল বারী, ফেয়ার গ্রুপের হেড অব মার্কেটিং জে. এম. তসলিম কবীর, হেড অব বিজনেস আব্দুস সালাম ও ফেয়ার ইলেকট্রনিক্সের ডিজিএম মুশফিকুর রহমান।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply