গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪১ প্রাণহানি

|

ফাইল ছবি।

গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন আরও ৪১ জন। বুধবার (২৫ জুন) ভোররাত থেকে বিভিন্ন স্থানে চালানো হামলায় প্রাণ হারান তারা। এ তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।

তাদের মধ্যে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে আইডিএফের গুলিতে প্রাণ হারান অন্তত ১৪ জন। স্থানীয় সময় সকালে বোমা হামলার শিকার হয় দেইর আল-বালাহর একটি বাড়ি। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান একই পরিবারের পাঁচ সদস্য।

এছাড়া নুসেইরাত শরণার্থী শিবিরে নিহত হয়েছে আরও তিনজন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, এ পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ৫৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply