‘ড্যাবের ভেতরে থাকা সুবিধাবাদী গোষ্ঠীকে প্রতিরোধ করতে হবে’

|

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর আসন্ন নির্বাচন উপলক্ষে নিটোর (পঙ্গু হাসপাতাল), জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, জাতীয় নিউরোসাইন্স ইনস্টিটিউট এবং শিশু হাসপাতালের জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী চিকিৎসক সমাজের উদ্যোগে এক বৃহৎ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 
বুধবার (৯ জুলাই) দুপুরে নিটোরের আর জে গারস্থ হলে অনুষ্ঠিত এই সভায় দেশের বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় চার শতাধিক জাতীয়তাবাদী চিকিৎসক উপস্থিত ছিলেন। জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ সকল স্তরের চিকিৎসকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি সভাকে পরিণত করে এক মিলনমেলায়।
 
সভায় নেতৃবৃন্দ বর্তমান প্রেক্ষাপটে চিকিৎসকদের অধিকার, সংগঠনের কাঠামোগত সমস্যা, ভোটার তালিকার বৈষম্য, কর্মপরিবেশ এবং আগামীর রাজনৈতিক দায়বদ্ধতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
 
নেতৃবৃন্দ আসন্ন ড্যাব নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার করেন এবং ২০২৬ সালে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে রাজপথে থেকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের ঘোষণা দেন।
 
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ড্যাব বেগম খালেদা জিয়া মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী হাসপাতাল শাখার সাবেক সভাপতি এবং সংগঠনটির সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. খায়রুল ইসলাম।

খায়রুল ইসলাম বলেন, ড্যাবের অভ্যন্তরে লুকিয়ে থাকা ফ্যাসিবাদী, সুবিধাবাদী গোষ্ঠীকে চিকিৎসক সমাজের ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে পরাজিত করতে হবে। এই লড়াই শুধু একটি নির্বাচন নয়, এটি আদর্শ বনাম প্রতারণার লড়াই।
 
সভা যৌথভাবে সঞ্চালনা করেন ডা. এম এ কামাল  ও ডা. জাভেদ হোসেন। এতে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় শিশু হাসপাতালের ড্যাব শাখার সভাপতি ডা. মো. আজহারুল ইসলাম।

ডা. আজহারুল ইসলাম তার বক্তব্যে বলেন, সদ্য বিদায়ী ড্যাব কমিটি অগণতান্ত্রিকভাবে বহু যোগ্য ও পরীক্ষিত জাতীয়তাবাদী চিকিৎসকদের ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে। অবিলম্বে বঞ্চিত চিকিৎসকদের নাম পুনঃঅন্তর্ভুক্ত করে একটি পূর্ণাঙ্গ, স্বচ্ছ ও নিরপেক্ষ ভোটার তালিকা প্রকাশ করার আহ্বান জানান তিনি। হুঁশিয়ারি দেন, এ বিষয়ে চিকিৎসক সমাজ কোনো ছাড় দেবে না।

সভায় বক্তব্য রাখেন, ড্যাবের সাবেক সহ-সভাপতি ডা. বজলুল গনি ভূঁইয়া, বিএমইউ ড্যাবের সাবেক সভাপতি ডা. সাইফুল ইসলাম সেলিম, নিটোর ড্যাবের সাবেক সভাপতি ডা. আরিফ আনওয়ার,ড্যাবের সাবেক যুগ্ম মহাসচিব ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ তুষান, সাবেক যুগ্ম মহাসচিব ডা. এমদাদুল হক ইকবাল,সাবেক যুগ্ম মহাসচিব ডা. তৌহিদুল ইসলাম জন, ড্যাব মহাখালী ডিজি হেলথ কমপ্লেক্স শাখার আহ্বায়ক ডা. মো. ফারুক হোসেন,সাবেক যুগ্ম মহাসচিব ডা. হারুন উর রশীদ খান রাকিব, ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ডা. এস এম আতিকুর রহমান, ড্যাবের সাবেক সহ দপ্তর সম্পাদক ডা. আশরাফুল আলম খান, ড্যাব মহাখালী ডিজি হেলথ কমপ্লেক্স শাখার সদস্য সচিব ডা. মাহবুব আরেফীন রঞ্জু, ড্যাবের সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. একরামুল রেজা টিপু, সাবেক পরিবেশ ও জলবায়ু সম্পাদক ডা. গাজী শাহিনুল ইসলাম, ডা. আবু আউয়াল শামীম রাজশাহী মেডিকেল কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি ডা. তৌফিকুর রহমান, গাজীপুর জেলা ড্যাবের সাবেক সাধারণ সম্পাদক ডা. কামরুল ইসলাম, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি ডা. সারোয়ার হোসেন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ডা. সাজ্জাদুর রহমান, ঢাকা মহানগর উত্তর ড্যাবের সাধারণ সম্পাদক ডা. মাসুম বিল্লাহ, ডা. মাহমুদুল হক চৌধুরী রানা, যুবদলের সাবেক সহ স্বাস্থ্য সম্পাদক ডা. জাহাঙ্গীর হোসেন, ডা. শরিফুল ইসলাম, চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ডা. ইমরানুর রহমান সনেট, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি ডা. মাহমুদুল হাসান রাজু, বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির যুগ্ম সদস্য সচিব ডা. কে এম শরফুদ্দিন আশিক, ঢাকা মেডিকেল কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি ডা. বেলাল হোসেন নাজিম।

ডা. হারুন উর রশিদ খান রাকিব বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্পষ্ট দিকনির্দেশনায় আগামী দিনের ড্যাব হবে একটি গণতান্ত্রিক, আধুনিক ও চিকিৎসকবান্ধব সংগঠন-যেখানে চিকিৎসকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং পদোন্নতির দীর্ঘসূত্রতা দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
 
ডা. এম এ কামাল বলেন, তারেক রহমানের প্রজ্ঞাপূর্ণ ভিশনের আলোকে দেশের স্বাস্থ্যব্যবস্থাকে ঢেলে সাজানো এখন সময়ের দাবি। পাশাপাশি তিনি ভোটার তালিকা পুনর্গঠনের উপর জোর দেন এবং বলেন, ভোটার তালিকা অবশ্যই নির্ভুল ও নিরপেক্ষ হতে হবে।
 
ডা. তৌহিদুল ইসলাম জন বলেন, এবারকার আন্দোলন হবে একটি বিপ্লব-যেখানে গঠিত হবে একটি ফ্যাসিবাদমুক্ত, গণতান্ত্রিক, চিকিৎসকদের প্রতিনিধিত্বশীল ড্যাব| সামনে গঠিতব্য ড্যাবের নেতৃত্ব হবে সেই শক্তি, যা সাধারণ চিকিৎসকদের হৃদয়ের স্পন্দন হয়ে কাজ করবে।
 
ডা. সাইফুল ইসলাম সেলিম বলেন, ত্রুটিপূর্ণ ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করা ভোটার তালিকা দিয়ে কোনো অবস্থাতেই কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয়। আমার নির্যাতিত, ত্যাগী ও আদর্শবান জাতীয়তাবাদী চিকিৎসক ভাইদেরকে বঞ্চিত করে কোন ফরমায়েশী কমিটি গঠন করতে দেওয়া হবে না। সামনের ড্যাব এর নির্বাচন হবে দুর্নীতির বিরুদ্ধে নৈতিকতার লড়াই। বিগত কমিটি বিএমইউ তে যে অন্যায় করেছে তার তীব্র প্রতিবাদ জানান।
 
ডা. সাইফউদ্দিন নেসার আহমেদ  তুষান বলেন, আগামী নির্বাচন শুধু একটি প্যানেলের বিজয়ের প্রশ্ন নয়, এটি জাতীয়তাবাদী চিকিৎসক সমাজের অস্তিত্ব রক্ষার সংগ্রাম।
 
ডা. এমদাদুল হক ইকবাল বলেন, ড্যাব এর আগামী নির্বাচনে চিকিৎসকবান্ধব, ন্যায়পরায়ণ, দুর্নীতিমুক্ত নেতৃত্বকে বিজয়ী করতে হবে।

তারা সম্মিলিত ঘোষণা দেন ঐক্যবদ্ধভাবে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাবেন।

/এমএইচআর
 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply