সাপ্তাহিক ছুটির দিনেও খোলা সব কাস্টম হাউজ

|

আজ সাপ্তাহিক ছুটির দিনেও দেশের সব কাস্টম হাউজ দিয়ে আমদানি ও রপ্তানি কার্যক্রম চলছে। ঢাকা, চট্টগ্রাম, বেনাপোল, মোংলা, আইসিডি ও পানগাঁও কাস্টম হাউজ সচল আছে। গতকালও এসব কাস্টম হাউজ চালু ছিল।

আন্তঃবাণিজ্যের তথ্য ও শুল্কের হিসাব রাখার মাধ্যম ‘অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম’ ধীরগতি থাকায় গত কয়েক দিন বৈদেশিক বাণিজ্যের ‘পণ্য চালান ছাড় প্রক্রিয়া কিছুটা বাধাগ্রস্ত হয়। এমন প্রেক্ষাপটে সব কাস্টম হাউজকে, আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখতে সাপ্তাহিক ছুটির দিন খোলা রাখছে এনবিআর।

এর আগে এনবিআরে আন্দোলন ঘিরে রাজস্ব আদায় ব্যাহত হলে জুনের দুই শনিবার সব কার্যক্রম চালু রাখার নির্দেশনা দেওয়া হয়। সেবা গ্রহীতারা বলছেন, সার্ভার জটিলতায় বিড়ম্বনায় পড়েছেন। অন্য দিনের তুলনায় চট্টগ্রাম কাস্টম হাউজে কর্মকর্তাদের উপস্থিতি কিছুটা কম।

গত বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব (কাস্টমস নীতি) মু. রইচ উদ্দীন খান স্বাক্ষরিত পত্রে জানানো হয়, এসআইকুডা ওয়ার্ল্ড সিস্টেমস ধীরগতির কারণে বেশ কয়েক দিন ধরে আমদানি, রফতানি পণ্য ছাড়করণে বাধাগ্রস্ত হয়েছে। সে ক্ষতি পোষাতে আমদানি, রফতানি নিরবচ্ছিন্ন রাখতে সাপ্তাহিক ছুটির দিন ১১ ও ১২ জুলাই পণ্য ছাড়করণ সংক্রান্ত সব কার্যক্রম চালু রাখা হবে।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply