
আন্তর্জাতিক উন্নয়ন ও মানবিক সহায়তা প্রতিষ্ঠান, গুডনেইবারসের কার্যক্রমের কেন্দ্রবিন্দু শিশু। শিশু সুরক্ষা ও শিশু অধিকার নিয়ে সংস্থাটি বাংলাদেশে প্রায় তিন দশক যাবৎ কাজ করে আসছে। শিশুদের সার্বিক উন্নয়নের জন্য শিক্ষা, স্বাস্থ্য, বিনোদনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে এই উন্নয়ন সংস্থাটি।
নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি সচেতনতা বাড়াতে বিভিন্ন অনুষ্ঠানও আয়োজন করে থাকে সংস্থাটি। সম্প্রতি সারাদেশের সকল প্রকল্প এলাকায় গুডনেইবারস শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান আয়োজন করে। গত ২৪শে জুলাই রাজধানীর মিরপুর প্রকল্প এলাকায় গুড নেইবারস এই প্রচারাভিযান কেন্দ্র করে স্কুলের শিক্ষার্থী ও শিশুদের জন্য এক বিশেষ অনুষ্ঠান আয়োজন করে।
উক্ত অনুষ্ঠানে আলোচনা, পুতুল নাচ, যাদু ও চিত্র প্রদর্শনীর মাধ্যমে শিশুদের অধিকার, বাল্যবিবাহ ও শিশু শ্রমের ক্ষতিকর দিক, শিশু নির্যাতন, ভালো স্পর্শ ও খারাপ স্পর্শের পার্থক্য, সুরক্ষিত থাকতে শিশুর করনীয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতা তৈরি করা হয়। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী প্রায় ৩০০ শিশু বাল্যবিবাহ ও শিশু শ্রম থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দেয় এবং নিয়মিত স্কুলের আসার প্রতিজ্ঞা করে।
/এটিএম



Leave a reply