তাসকিনের বিরুদ্ধে মারধরের অভিযোগ, কী বলছেন এই ক্রিকেটার?

|

এই মুহুর্তে বাংলাদেশ দলের অন্যতম সেরা পারফর্মার তাসকিন আহমেদ। মাঠে গতি আর সুইংয়ের ঝলকে প্রতিপক্ষ ব্যাটারদের নাভিশ্বাস তুলে দেন তাসকিন।

তবে সাম্প্রতিক সময়ে মাঠের বাইরের বেশ কিছু ঘটনায় আলোচনায় আসছেন তাসকিন। এই যেমন সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে টিম বাস মিস করে ম্যাচ খেলতে না পারার সংবাদ হয়েছিল গণমাধ্যমে।

এমনকি সবশেষে বিপিএলে হোটেলে পরিচিত একজনের গায়ে হাত তোলার মতো গুরুতর শৃঙ্খলাভঙ্গের অভিযোগও ছিল।

এবার তাসকিনের বিরুদ্ধে উঠলো আরও গুরুতর অভিযোগ। তবে ইস্যুটি ক্রিকেটকেন্দ্রীক নয়, তাসকিনের ব্যক্তিগত জীবনের।

ফোনে ডেকে নিয়ে মধ্যপ অবস্থায় মারধর ও হুমকি দেয়ার অভিযোগে এই ক্রিকেটারের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গতকাল রাতে মিরপুর এক নম্বরে ঘটনাটি ঘটে। পরে মিরপুর মডেল থানায় রাতেই অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগে বলা হয়েছে, বাদী সিফাতুর রহমান সৌরভকে ফোনে ডেকে নিয়ে যান তাসকিন। পরে তাকে কিল-ঘুষি মেরে জখম করেন ও হুমকি দেন।

এই ঘটনার সত্যতা জানতে মিরপুর মডেল থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমনের সাথে যোগাযোগ করা হয়। ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে বলে জানান তিনি।

তবে অভিযোগ অস্বীকার করেছেন তাসকিন। যমুনা টেলিভিশনকে তাসকিন জানান, তার অন্য এক বন্ধুর সাথে অভিযোগকারীদের ঝামেলার কারণে তাকে জড়ানো হয়েছে।

বিতর্কিত এই ঘটনার বিষয়ে জেনেছে বিসিবি। বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু নিশ্চিত করেছেন বিষয়টি অবগত বিসিবি।

তিনি জানালেন, শৃঙ্খলা নিয়ে কোনও ছাড় দিতে রাজি নয় বিসিবি।

এই ঘটনাকে সূত্র ধরে তদন্ত হলে বেরিয়ে আসবে তাসকিন আহমেদ সত্যই কি মদ্যপান করেন কিংবা কারও গায়ে হাত তোলেন কি না।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply