
জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব উপলক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। বুধবার (৬ আগস্ট) একযোগে সারাদেশে এই কর্মসূচির উদ্বোধন করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
রাজধানীর মিরপুরে কৃষি ব্যাংক স্টাফ কলেজে নিম গাছের চারা রোপন করেন তিনি, আর এর মধ্য দিয়ে শুরু হলো বৃক্ষরোপণ কর্মসূচি।
এ সময় উপস্থিত ছিলেন অর্থ সচিব নাজমা মোবারেক। তিনিও একটি চারা রোপন করেন।
এছাড়া, কৃষি ব্যাংকের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহিদ হোসেন, ব্যাংকটির ব্যব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী, সিবিএ সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মিরাজ হোসেনসহ অনেকে।
/এমএন



Leave a reply