মৌলভীবাজারে ছুরিকাঘাতে ব্যবসায়ীকে হত্যা

|

মৌলভীবাজার করেসপন্ডেন্ট

মৌলভীবাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তবে কী কারণে এবং কারা তাকে ছুরিকাঘাত করেছে বিষয়টি তদন্ত করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে পৌর শহরের শমশেরনগর রোডের এফ রহমান ট্রেডিংয়ের স্বত্বাধিকারী শাহ ফয়জুর রহমান ব্যবসা প্রতিষ্ঠানে একা ছিলেন। এমন সময় দোকানে ঢুকে তাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ব্যবসায়ীর চিৎকার শুনে স্থানীয় সিএনজি চালকরা গুরুতর অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত ব্যবসায়ীর বাড়ি কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে। তিনি শহরের বনশ্রী এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

ব্যবসায়ী নিহত হওয়ার খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল করে দ্রুত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। 

মৌলভীবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত)  মিনহাজ উদ্দিন বলেন, হত্যার কারণ এখনও পাইনি তবে কার্যক্রম অব্যাহত আছে।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply