ডাকসু নির্বাচন: প্রচারে ব্যবহৃত ব্যানার-ফেস্টুন-বোর্ড সরানোর নির্দেশ

|

ফাইল ছবি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রচারের জন্য টাঙানো ব্যানার, ফেস্টুন ও বোর্ড খুলে ফেলার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (২৬ আগস্ট) চীফ রিটার্নিং অফিসার ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিশেষ জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ডাকসু নির্বাচনের আচরণবিধির ধারা-৭(ক) অনুযায়ী প্রচারণার জন্য কেবলমাত্র সাদা-কালো পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ছাপানো এবং বিলি করা যাবে। পিভিসি, কাপড় বা অন্য কোনো মাধ্যমে ছাপানো-লেখা ব্যানার, ফেস্টুন, বোর্ড টাঙানো যাবে না।

এতে আরও বলা হয়, যেসকল প্রার্থী এরইমধ্যে ব্যানার, ফেস্টুন, বোর্ড টাঙিয়ে প্রচার চালাচ্ছে তাদেরকে অনতিবিলম্বে তা সরিয়ে নেয়ার জন্য বলা হচ্ছে।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে আজ মঙ্গলবার। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। আর  ৯ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত প্রচারের সুযোগ থাকবে।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। এই নির্বাচনে মোট ৪৭১ জন প্রার্থী চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। নির্বাচনে ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply