ডাকসু নির্বাচনে দ্বিতীয় দিনের মতো প্রচারণা চলছে ঢাবি ক্যাম্পাসে

|

ডাকসু নির্বাচনে দ্বিতীয় দিনের মতো প্রচারণা শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

আজ বুধবার (২৭ আগস্ট) সকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন অংশে লিফলেট-হ্যান্ড বিল বিতরণ করে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। এ সময়, বেশ কিছু আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও করেন তারা।

প্রার্থীরা বলেন, আচরণবিধি লঙ্ঘন হলেও কঠোর কোন পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন। তবে এবারের নির্বাচন নিয়ে আশাবাদ প্রকাশ করেন সকলেই। নির্বাচন সুষ্ঠু হবে সেই প্রত্যাশা প্রকাশ করেন প্রার্থী ও ভোটাররা। এ সময় ভোটারদের নানা প্রতিশ্রুতি দিতে দেখা যায় প্রার্থীদের।

অপরদিকে কমিশন জানিয়েছে, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি অসম্মান প্রদর্শন গুরুতর অসদাচরণ হিসেবে গণ্য হবে।

উল্লেখ্য, এবার ডাকসু নির্বাচনে ২৮টি পদের বিপরীতে লড়ছেন ৪৭০ জন প্রার্থী।

/এএইচএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply