গণঅধিকার পরিষদের সভাপতি নূরের ওপর হামলার ঘটনাটি ন্যাক্কারজনক: প্রেস সচিব

|

প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ছবি।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার ঘটনাটি ন্যাক্কারজনক বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।

নূরের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রেস সচিব আশ্বস্ত করেন, এই ঘটনার তদন্ত হবে।

উল্লেখ্য, রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ বেশ কয়েক জন আহত হয়েছেন।

শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় জাপা কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহত নুরকে তাকে কাকরাইলের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়েছে।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply