ইসরায়েলি জাহাজের যাত্রা আটকে দিয়েছে গ্রীসের ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা

|

গ্রীসে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা একটি ইসরায়েলি ক্রুজ জাহাজের যাত্রা আটকে দিয়েছে। বিক্ষোভকারীরা জাহাজটি প্যালেস্টিনার প্রতি সমর্থন জানিয়ে প্রতিবাদ জানাচ্ছিল এবং ইসরায়েলের বিরুদ্ধে তাদের অবস্থান পরিষ্কার করছিল।

এ ঘটনার ফলে জাহাজটির যাত্রা বিলম্বিত হয় এবং এ নিয়ে স্থানীয় প্রশাসনের সাথে একটি উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়।

বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে তাদের প্রতিবাদ জানিয়েছে, তবে কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। দেশটিতে ফিলিস্তিনের গাজায় অনাহারে থাকা মানুষের প্রতি সমর্থন এবং ইসরায়েলের প্রতি ক্ষোভ ক্রমশ বাড়ছে।

সূত্র: আল জাজিরা।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply